৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৪

মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

অনলাইন ডেস্ক

মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। পুরুষ বিভাগে শিরোপা জিতেছে তেজগাঁও কলেজ।

গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনায় ২২টি কলেজের চারশ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃকলেজ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা। ৯টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা কর্মাস কলেজ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা কমার্স কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু মাসুদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্ল্যাহ্সহ অন্যান্য অতিথিরা।

অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে অধিকতর আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্যপ্রযুক্তির অপার এ সম্ভাবনার যুগে তোমরা ফেইসবুক দেখার পাশাপাশি ই-বুক, ই-জার্নাল সার্চ করে মেধায়-মননে সমৃদ্ধ হও এ কামনাই করি।

ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬ ও ২০১৭-তে জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে। শুধু সেরা কলেজই নয়, ঢাকা অঞ্চলের সেরা ১০টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে যেমনি প্রথম, তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক-মডেল কলেজ প্রকল্পের ৫টি কলেজের মধ্যেও প্রথম স্থান অর্জন করে এ কলেজ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর