সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের নেপালি ছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত চারশ’ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় নর্থ ইস্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালি দুই ছাত্রী পার্শ্ববর্তী চন্ডিপুলের একটি ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক তাদের সাথে অশোভন আচরণ ও উত্যক্ত করেন। উত্যক্তের শিকার দুই ছাত্রী বিষয়টি কলেজে গিয়ে সহপাঠীদের জানালে তারা ওই শ্রমিকের আত্মীয় স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিচারপ্রার্থী হন। এসময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মাঈন উদ্দিন খানসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়িও ভাঙচুর হয়।
এদিকে, ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদে সোমবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় চারশ’ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিনিধি/নাজমুুল