অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উত্তরা ইউনাইটেড কলেজ।
এ উপলক্ষ্যে প্রভাতফেরি বের করা হয় যা কলেজ প্রাঙ্গণ থেকে উত্তরা কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শিক্ষার্থীদের নিয়ে নিজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, ভাইস প্রিন্সিপাল হাসানুজ্জামান, শিক্ষক-কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন