বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলার প্রভাষক আরিফা সুলতানার উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ মো. শামীম হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আবুল কাশেম যুবায়ের, সিএসই বিভাগের সহকারী টেকনিক্যাল অফিসার মো. রাকিবুল হাসান, সিএসই বিভাগের শিক্ষার্থী নিশাত তামান্না জেরিন এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথি বলেন, নিজের দেশকে যেমন ভালোবাসব, মাতৃভাষাকেও হৃদয় থেকে লালন করব, চর্চা করব জীবনের প্রতিটি স্তরে। এই আলোচনা সভা সম্পাদন ও সঞ্চালনার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সাথে সাথে বাউয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)। পরে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই