ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনিবার্য কারণে এ নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের নিয়োগ নির্বাচনী স্থগিত করা হল। পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ পরবর্তীতে জানানো হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, অনিবার্য কারণবশত নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে।
বিডি প্রতিদিন/এএম