শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মারধরের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এসময় মেহেদী হাসান স্বাধীনের অনুসারী ফারদিন কবির উপদপ্তর সম্পাদক সজিবুর রহমানের অনুসারী রাউফুন জাহান মিলেনিয়ামসহ কয়েকজনকে মারধর করেন। পরে একই ঘটনার সূত্র ধরে রাত ১০টার দিকে শাহপরান হলে গিয়ে ফারদিনকে মারধর করেন সজিবুর রহমানের অনুসারীরা।
এ ঘটনার জেরে গত ১৩ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারক মো. সুমন ভুইয়ার আদালতে মামলা দায়ের করেন ফারদিন কবির। হলে গিয়ে লোহার পাইপ দিয়ে মারধর করার অভিযোগ এনে শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমান, তাঁর অনুসারী সাজ্জাদ হোসেন ও রাউফুন জাহান মিলেনিয়ামসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে মামলার আবেদন করেন তিনি।
এ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) একই আদালতে মামলা দায়ের করেন অপরপক্ষের বাদী রাউফুন জাহান মিলেনিয়াম। খেলার মাঠে মারামারি জেরে বিশ্ববিদ্যালয়ের হিসাবদপ্তরের কর্মকর্তা ও শাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটনকে হুকুমদাতা করে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন তিনি।
রাউফুন জাহানের মামলার তদন্তের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, তদন্তের বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি।
অপরদিকে ফারদিনের মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানান, গত ১৩ ফেব্রুয়ারি এ মামলার চিঠি পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল