চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের দুইপক্ষের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। একপক্ষের আধিপত্য আলাওল হল ও এএফ রহমান হলে। অন্যপক্ষের অধিপত্য সোহরাওয়ার্দী হলে। আলাওল হলের কয়েকটি কক্ষ দখলকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ ঘটনার জেরে আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। এরপরই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপক্ষ অপরপক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ২০ ফেব্রুয়ারির ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে তারাই এ ঘটনা খতিয়ে দেখবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ