র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধিই ছাত্রলীগের লক্ষ্য। ছাত্রলীগ র্যাগিং কিংবা যৌন হয়রানি সমর্থন করে না। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে যাতে সংঘটিত না হয়, সেজন্য ছাত্রলীগ সর্বদা সোচ্চার রয়েছে। তবে সংগঠনের কোনো নেতাকর্মী যদি এমন অপকর্মে জড়িত হয়, তবে যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোদ্ধা হিসেবে কাজ করে যেতে চাই। তাই আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষাঙ্গণ বিনির্মাণে কাজ করা।
সমাবেশে শাখা ছাত্রলীগসহ হল ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল