ক্যাম্পাসের বন্ধুদের গল্প আড্ডা এবং সুখ-দুঃখের বিভিন্ন দিক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের তৈরি চলচ্চিত্র ‘কাবেরি’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয় ও অর্থায়নে তৈরি হয়েছে এই চলচ্চিত্র, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে চবি সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে ৬টি ভিন্ন ভিন্ন স্লটে চলছে মুভিটি। প্রতি স্লটে ৫০০ জন দর্শকে ভর্তি ছিল অডিটোরিয়াম। রচনায় ও পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম রানা শামু। এছাড়া মূল চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা দত্ত, ইউনুস রানা সোহেল ও সায়হাম সালামসহ আরও ১২জন শিক্ষার্থী।
এ বিষয়ে পরিচালক শামীম রানা শামু বলেন, এই চলচ্চিত্রটি সব শিক্ষার্থী নিজের সাথে মেলাতে পারবেন। এখানে আছে প্রেম, বিচ্ছেদ, দ্বন্দ্বসহ হাসি-কান্নার বিভিন্ন চরিত্র।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যােগে চবিতে প্রদর্শিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা সিনেপ্লেক্সেও দেখা যাবে বলে আশ্বাস দেন পরিচালক।
বিডি প্রতিদিন/এমআই