৪ মার্চ, ২০২৩ ১৫:৪৫

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক ৩

রাবি প্রতিনিধি

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক ৩

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাহেদকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার দুপুরে তথ্যটি জানিয়েছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।

ওসি বলেন, গতকালের ঘটনার পর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত ছিল। অভিযানকালে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন জাহেদ। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর