এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার ধানমণ্ডি ঢাকার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
প্রধান অতিথির বক্তব্যে নানক শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা ও পরিচালনার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ সরকার উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে।
সভাপতি হিসেবে বক্তব্য রাখেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান এবং অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। আরও উপস্থিত ছিলেন তানভীর রাহমান, (চেয়ারম্যান, ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল), গোলাম মোস্তফা, মেম্বর সেক্রেটারি, এভেরোজ স্পোর্টস কমিটি ২০২৩, প্রফেসর মোখতার আহমেদ, (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার), জবান আহমাদুল্লাহ (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, সকল শিক্ষক শিক্ষিকারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানে এতে খেলায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এর লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২০০০ শিক্ষার্থী ২৮০টি খেলায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের ১০৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল।
বিডি প্রতিদিন/আরাফাত