১ জুন, ২০২৩ ১৩:০২

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

চবি প্রতিনিধি

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

ফাইল ছবি

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটক বন্ধ করে আবার খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টা ২০ মিনিটের দিকে গেইট বন্ধ করে দেওয়া হয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে শিক্ষার্থীরা গেইট খুলে দেয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে অনুমতি না দেওয়ায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এসময় নেতৃত্বে ছিলেন চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সী। এছাড়াও তিনি সিক্সটি নাইন উপ-গ্রুপের নেতা বলে পরিচিত। 

তিনি বলেন, একটি যৌক্তিক দাবি নিয়ে গেইট বন্ধ করা হয়েছিল। আইইআর'র তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দেওয়া হচ্ছিলনা। প্রক্টর সুপারিশ করলেও তারা অনুমতি দেয় নাই। শিক্ষকরা বলে উপাচার্য সুপারিশ করলে দিবে। উপাচার্য সুপারিশ করেছে কিন্তু তারপরেও অনুমতি দেওয়া হয়নি। এজন্য গেইট বন্ধ করা হয়। তবে আবার খুলে দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, গেইট বন্ধ করার বিষয়টি সমাধান হয়েছে। অল্প কিছু সময় বন্ধ ছিল। পরীক্ষা দিতে না পারায় তারা বন্ধ করেছিল। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর