ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে সকাল সাড়ে ৮টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক সুবিশাল র্যালি অনুষ্ঠিত হয়। ছাত্ররা র্যালিতে পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে। র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে নানান বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়, পরিবেশ সংক্রান্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকৃতির ঐকতানে টেকসই জীবন গড়তে অধিকহারে বৃক্ষরোপণ ও পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর আগামী নিশ্চিত করার জন্য পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন