২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লক্ষ ৮৭ হাজার টাকার পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের বার্ষিক অধিবেশন। বুধবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে অধিবেশন ।
এদিকে, ‘গেস্টরুম কালচার’ নিয়ে দেওয়া বক্তব্য সিনেটের কার্যবিধি থেকে এক্সপাঞ্জ করার প্রতিবাদে সিনেট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল থেকে নির্বাচিত সিনেটের দুই সদস্য, সাদা দলের বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। অধিবেশন শুরুর দুই ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অধিবেশনে উপাচার্যের অভিভাষণ বক্তৃতা প্রদানের পর এর ওপর বক্তব্য দেন অধ্যাপক লুৎফর রহমান। বক্তব্যের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘হলগুলোতে গেস্টরুম কালচার বলে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। বিরোধী মতের ছাত্রদের দাঁড়াতেই দেওয়া হয় না।’ এ বক্তব্যের পরপরই পয়েন্ট অব অর্ডারে ‘গেস্টরুম কালচার’ শব্দটি সিনেটের কার্যবিধি থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার দাবি জানান শিক্ষা ও গবেষণা ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. অহিদুজ্জামান।
তবে, পরক্ষণেই পয়েন্ট অব অর্ডারে তার এমন দাবির নিন্দা জানান বিএনপিপন্থি আরেক সিনেট সদস্য অধ্যাপক ওবায়দুল ইসলাম৷ তবে অধ্যাপক অহিদুজ্জামানের দাবির প্রতি সমর্থন জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুইয়া। বিশ্ববিদ্যালয় গেস্টরুম কালচারের সাথে পরিচয় নেই বলে তাৎক্ষণিক মন্তব্য করেন উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড মো. আখতারুজ্জামান। এরপর সিনেটের কার্যবিধি থেকে শব্দটি এক্সপাঞ্জ করেন তিনি। এর প্রতিবাদে সিনেট থেকে ওয়াক আউট করেন অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ সময় সিনেট সভাপতি তাদের বসার অনুরোধ করলেও তারা বসেননি। তারা বলেন, এর আগে অনেকবার এ বিষয়টি নিয়ে সিনেটে কথা বলেছি। কিন্তু এক্সপাঞ্জের ঘটনা ঘটেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল