বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত দশক পূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
উদ্বোধনকালে সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তৎকালীন উত্তরবঙ্গে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে এই বিদ্যাপীঠ গড়ে ওঠে৷ আজ স্বপ্ন পূরণের সাত দশকে এসে নিজ গৌরব ও ঐতিহ্যে আলোকিত এই প্রতিষ্ঠান। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশ বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তাই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নে ৫০ বছরের মাস্টারপ্ল্যান তৈরি করেছি। আগামীর দিন শুধু সম্ভাবনার এবং লক্ষ্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া।
রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ন কবীর, কোষাধক্ষ্য অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল সাড়ে ১০টায় দিবসটি উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। পরে উপাচার্যের সভাকক্ষে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা রচিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া কৃষি প্রকল্পের আওতায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে৷
বিডি-প্রতিদিন/বাজিত