বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) এবং স্কুল অব অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অব লা সাপিয়েনজা ইউনিভার্সিটি অব রোমের (এসআইএ) মধ্যে শিক্ষা সহযোগিতাসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। থ্যালেস অ্যালেনিয়া স্পেস ও লিওনার্দোর যৌথ উদ্যোগে ২৯ মে এই চুক্তি সম্পাদন হয়।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই এমওইউ’র লক্ষ্য হবে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষণ, শিক্ষকতা এবং গবেষণা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ। অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস শিক্ষায় গুণগত মানসম্পন্ন সেবা প্রদান এবং বাংলাদেশে ক্ষেত্রটির সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থ্যালেস অ্যালেনিয়া স্পেস এক্সপোর্ট সেলস ডিরেক্টর জিয়োর্জিও স্পাদা, এসআইএ’র প্রফেসর পাওলো তেওফিলাত্তো, বিএসএমআরএএইউর রেজিস্ট্রার এয়ার কমোডর মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশে ইতালির দূতাবাসের উপপ্রধান ড. মাত্তিয়া ভেনচুরাসহ অনেকে। এ ছাড়া বিএসএমআরএএইউর উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএসএম ফখরুল ইসলাম এমওইউটি থ্যালেস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজিদ আব্দুর রহমান এবং থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বাংলাদেশ শাখার এক্সপোর্ট সেলস ম্যানেজার রবার্তো সিগিসমোন্দির সঙ্গে মতবিনিময় করেন। জিওর্জিও স্পাদা বলেন, এটি স্থানীয় সামর্থ্য বৃদ্ধির পথ দেখাবে, শিক্ষা অংশীদারির সহায়তা পাবে। যাতে করে মহাকাশ অবকাঠামোর একটি গতিশীল উন্নয়ন নিশ্চিত হয় এবং ধরিত্রী পর্যবেক্ষণে বাংলাদেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো গুরুত্ব পায়। থ্যালেস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বেনোয়াট নালিন বলেন, এই এমওইউ ইতালি ও বাংলাদেশের মহাকাশ এবং অ্যারোস্পেস ডোমেইনে নতুনত্ব আনা ও ধারণা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহায়তাকে জোরদার করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন