চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে বিভাগের সম্মেলন ‘এমআরএনএ প্রযুক্তি, টিকা ও আগামী দিনের গবেষণা’ শীর্ষক জিইবি সেমিনার সিরিজের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়।
সেমিনারে গবেষণা কর্ম উপস্থাপন করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সানোফি ইউএসএ এর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ও এমআরএনএ ড্রাগ প্রোডাক্ট লিডার ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলাম।
সেমিনারের মূল বক্তা ড. আরিফুল ইসলাম বলেন, এমআরএনএ প্রযুক্তি চিকিৎসা পদ্ধতিকে বদলে দিচ্ছে। তাছাড়া, বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলা ও টিকা উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চিকিৎসা পদ্ধতি। একই সঙ্গে আগামীতে মরণব্যাধী ক্যান্সার রোগ প্রতিরোধে আগামী দিনে এমআরএনএ টিকা নেতৃত্ব দেবে। ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি ব্যাবহার করে আগামী দিনে সমৃদ্ধির পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে মতামত তুলে ধরেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, ড. এস এম রফিকুল ইসলাম, ড. এ এম আবু আহমেদ, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ড. আদনান মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. সাবরিনা সামিন আলম। বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন রাহী হাসান চৌধুরী এবং মোহাব্বত হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত