বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া দক্ষিণ এশিয়া নাইট্রোজেন হাবের বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অবস্থানকালে বৃহস্পতিবার পূর্বাহ্নে শ্রীলংকার শীর্ষস্থানীয় পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে মতবিনিময়কালে দ্বি-পাক্ষিক সহযোগিতায় উভয় বিশ্ববিদ্যালয় ঐক্যমত পোষণ করেন। আলোচনায় নেতৃত্ব প্রদান করেন পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর এম. ডি. লামাওয়ান সা এবং বশেমুরকৃবির পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ। সভায় উভয় পক্ষই কৃষি, জীব-প্রযুক্তি, মাৎস্য ও পশুসম্পদ বিজ্ঞানসহ শিক্ষা এবং গবেষণায় ভবিষ্যত সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা চুক্তি প্রণয়নে ঐক্যমত পোষণ করেন।
বশেমুরকৃবি’র উপ-রেজিস্ট্রার মো: মজনু মিয়া বৃহস্পতিবার জানান, বৈশ্বিক জলবায়ু ও জীব বৈচিত্রকে হুমকির মধ্যে ফেলে দেওয়া ভূ-পৃষ্ঠের অব্যাহত নাইট্রোজেন দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় সার্কভূক্ত আটটি দেশের গবেষকদের সমন্বয়ে গড়ে ওঠা দক্ষিণ এশিয়া নাইট্রোজেন হাব এর বার্ষিক সভায় যোগ দিতে বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়া ৫ দিনের সরকাররি সফরে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল