২৭ নভেম্বর, ২০২৩ ১৭:৫৬
উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল

ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ

প্রেস বিজ্ঞপ্তি

ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ

ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ

প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ। গতকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ২০২৩ সালের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কলেজটির ৩২২৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩২০০ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.২৯%। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান উভয় শাখা থেকে সর্বমোট ৩৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৬১৭ জন। তার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১২৮ জন। পাসের হার ৯৯.৩২%। আর বিজ্ঞান শাখা থেকে ১৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৫৮৩ জন। তার মধ্যে জিপিএ-৫ অর্জন করে ২২৪ জন। পাসের হার ৯৯.২৫%।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই সাফল্য।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর