১০ ডিসেম্বর, ২০২৩ ২১:০৩

ববিতে মেরিন এন্ড রিভার ট্যুরিজম সম্ভাবনা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ববিতে মেরিন এন্ড রিভার ট্যুরিজম সম্ভাবনা বিষয়ক সেমিনার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেরিন এন্ড রিভার টুরিজম সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে রবিবার সকাল ১০টায় ক্যাম্পাসের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের। 

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রাকিবুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাকিং বিভাগের চেয়ারম্যান শাহাদাত হোসেন। 

মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তারের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 
    
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, পর্যটনে অপার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে হবে। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমেই পর্যটনের এ সম্ভাবনা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হবে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর