১ জানুয়ারি, ২০২৪ ২১:৪৭

আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি

আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

সকাল ১১টার দিকে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. মশিউর রহমান। বৈঠকে উপাচার্য আঞ্চলিক কেন্দ্রগুলোর পরিচালকদের শিক্ষার্থীদের সেবা প্রদানে আরও বেশি কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। 

আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার জন্য আঞ্চলিক কেন্দ্রসমূহকে বিভাগওয়ারী কলেজগুলোতে মনিটরিং জোরদার করতে হবে। যাতে ক্লাসরুমে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত হয়। এজন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিয়মিত শিক্ষকরা যাতে ক্লাসরুমে পাঠদান করে সেটিও মনিটরিং করতে হবে। শিক্ষক প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অঞ্চলভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ বছরব্যাপী এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য উপাচার্য আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক কাজী নাসির উদ্দিন, বরিশাল আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রইসুল আনাম, খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, সিলেটের ড. মো. গোলাম রাব্বানী, রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. রবিউল হক।    


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর