রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ কর্মশালা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
ড. সাজ্জাদ হোসেন বলেন, বিগত সময়ে পিছিয়ে থাকলেও চতুর্থ শিল্প বিপ্লবের এসময়ে আমরা অনেকটা এগিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলি জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের সূতিকাগারে পরিণত হয়েছে। এখানে দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে। এই সম্পদকে শক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজন মানবিক মূল্যবোধে উজ্জীবিত আধুনিক ও অসা¤প্রদায়িক দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্ব। যারা গবেষণা, উদ্ভাবন ও তার সফল বাস্তবায়নে কাজ করবে। এই বিশ্ববিদ্যালয় দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে সেই কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিমক উপ-পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট দীজেন্দ্র চন্দ্র দাস ‘স্মার্ট বাংলাদেশ গঠনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা’, ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা’ ও ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদনসমূহ প্রস্তুতের সময় লক্ষ্যণীয় বিষয়সমূহ’ শীর্ষক এবং অন্য রিসোর্স পারসন বিমক রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ‘ভিশন ২০৪১ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ রূপরেখা’ ও ‘স্মার্ট বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা’ শীর্ষক বিষয়ে বক্তৃতা প্রদান করেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল