সমন্বয়কদের জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করাসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব বলেন, সমন্বয়কদের জোর করে তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এসব ঘটনা ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
বিডি প্রতিদিন/আরাফাত