পদত্যাগ করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার পর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শকে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক। সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রক্টর এর আগেই পদত্যাগ করেছেন বলে জানান সমন্বয়কারী শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া গত ১৭ নভেম্বর ২০২০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। অন্যদিকে গত বছরের ৩০ এপ্রিল অধ্যাপক ড. অলোক কুমার পাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পান।
পদত্যাগ পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেকৃবি সমন্বয়ক আল রাকিব বলেন, আমরা আন্দোলন চলাকালীন সময়ে দেখেছি শেখ হাসিনার পদত্যাগের শেষ দিন পর্যন্ত আমাদের প্রশাসন শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে। এমনকি উপাচার্য কেআইবিতে গিয়ে আওয়ামী লীগের মিছিলে যোগদান করেছে যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কোনোভাবেই কাম্য না।
বিডি-প্রতিদিন/বাজিত