গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্ব একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরুর কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটসমূহ গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচটি ইউনিট হলো-‘A’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), ‘B’ ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), ‘C’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ‘D’ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং ‘E’ ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তিতে যাচ্ছি বিষয়টি সত্যি। ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আগে যেভাবে আমাদের ভর্তি পরীক্ষা হতো এখনই একইভাবে হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং নভেম্বরেই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দেব।
বিডি-প্রতিদিন/বাজিত