ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটা ‘অমানুষের সংগঠন’। এতো গুম, খুন করার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র আফসোস নেই। জুলাই বিপ্লবের পরও ছাত্রলীগ কোন সাহসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়! আমরা শিগগির এই সন্ত্রাসী সংঘটন নিষিদ্ধ চাই। এটাই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান হোসেন বলেন, যাদের রন্ধে রন্ধ্রে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন তাদেরকে এদেশের রাজনীতিতে ফিরে ফিরতে দেওয়া যাবে না। ১৫০০-এর অধিক প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই। শিগগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই এবং এই সন্ত্রাসীদের সংগঠনের নিষিদ্ধ চাই।