‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভেটেরিনারি অনুষদ চত্বরে শেষ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অডিটোরিয়াম-২ তে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উম্মে সালমা। সভায় প্রধান আলোচক ছিলেন ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন।
বিডি প্রতিদিন/এমআই