হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম নির্ভর করে আপনাদের কর্মতৎপরতা ও দায়িত্বশীলতার উপর। এসময় তিনি জুলাই-আগস্টে আত্মদানকারী রংপুরের বীর সন্তান শহীদ আবু সাইদ, ঢাকার মুগ্ধ, দিনাজপুরের রাহুলসহ নাম জানা না জানা দেড় থেকে দুই হাজার শহীদদের স্মরণ করেন।
তিনি বলেন, ‘তাঁদের রক্তের বিনিময়েই আজ এখানে দাঁড়িয়ে আছি। একবার ভেবে দেখুন যে পরিবারের সন্তান মারা গেছে, তাদের কি অবস্থা। সমাজ তাদের কি দিয়েছে? তাঁরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ করার জন্য। তাঁদের কথা চিন্তা করলে আমরা অনেক ভাগ্যবান, চাকুরী করছি এবং মাস শেষে টাকা পাচ্ছি। তাঁরা তাঁদের জীবন উৎসর্গ করে আমাদের উপর কিছু দায়িত্ব দিয়ে গেছেন। সেগুলো হলো আমাদের দ্বারা কেউ যেন বৈষম্যের স্বীকার না হয়, নির্যাতিত নিপীড়িত না হয়। আমরা কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করবো না। এটুকু তাঁরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তাঁদের এই সেন্টিমেন্টটাকে আমাদের ধারণ করতে হবে এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে দেশে কোন সমস্যা থাকবে না। শহীদরা যে স্বাধীনতা দিয়ে গেছেন তা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, আমরা সেটা করবো। বিগত সময়ে হাবিপ্রবিতে যদি কোন বৈষম্য হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী যাচাই বাছাই করে সেটি আমরা অবশ্যই পূরণ করবো এবং আগামী দিনে কোনভাবেই কোন বৈষম্য করা হবে না। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে আবু সাইদ-মুগ্ধদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে।’
সভায় হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। আরও বক্তব্য রাখেন, অডিট সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল ইসলাম সরকার, কর্মকর্তাগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল জামান, ডেপুটি রেজিস্ট্রার মো.সাখাওয়াতুল কবীর চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো.নূর- এ আলম সরকার ও শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ