হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে অনুষদ ভিত্তিক ৮টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিজনেস স্টাডিজ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে হাবিপ্রবির কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহবুব উল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মামুনার রশিদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. কামরুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এমএস