শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির।
রেজিস্ট্রারের এক অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান-কে তার আবেদনের প্রেক্ষিতে আইকিএসি’র পরিচালক পদ থেকে ১১ আগস্ট, ২০২৪ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসি’র পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
দায়িত্বপ্রাপ্তির বিষয়ে অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপের উদ্যােগ নেব। টিচিং প্রফেশনকে আরও আকর্ষণীয় করতে টেকনিক ও টেকনোলজির সমন্বয় করাসহ বিশ্বের আপ-টু-ডেট ধারণা ব্যবহারের ব্যাপারে উদ্যোগী হবো।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করতে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা ট্রেইনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি সময় উপযোগী এবং আউট-কাম-বেজড শিক্ষা কার্যক্রম ইমপ্লিম্যান্ট করার মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
বিডি প্রতিদিন/এমআই