কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসকে অন্তর্ভুক্ত করে ঝিনাইদহ কোটচাঁদপুর পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা, ফুটওভার ব্রিজ নির্মাণসহ শতাধিক দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র শিবির। স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ স্মারকলিপি দেন তারা। পরে প্রেস ব্রিফিংয়ে তাদের দাবি তুলে ধরেন। এ সময় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসনের সঞ্চালনায় লিখিত দাবি পাঠ করেন সভাপতি এইচ এম আবু মুসা।
প্রেস ব্রিফিংয়ে ২৪টি ক্যাটাগরিতে মোট ১১০ টি দাবি তুলে ধরেন শিবির নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, ২০১২ সালে গুমের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান পেতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব ইস্যুতে ছাত্রীদের সাথে আক্রমণাত্মক আচরণসহ ইসলামবিদ্বেষী কার্যক্রমের সাথে জড়িতদেকে বিচারের মুখোমুখি করতে হবে, কোর্স কন্টেন্ট হিসেবে জুলাই বিপ্লবের পটভূমি ও ইতিহাস পাঠ্যযুক্ত করা এবং ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করতে হবে।
এ ছাড় শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা ও সেরা শিক্ষকের জন্য বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা এবং নির্বাচনের দৃশ্যমান ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ, সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাধ্যতামূলক অনুসরণ করতে হবে, কেন্দ্রীয় গ্রন্থাগারে জব এইড ল কর্নার চালু করতে হবে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের আধুনিকায়ন ও নির্মাণ কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, পরিবহন বিভাগের জন্য একটি স্থায়ী এ্যাপ তৈরী করতে হবে, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র পদ্ধতিতে গ্রহণ করতে হবে, পদ্ধতি জটিলতা মুক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হবে এবং জমি অধিগ্রহণ করে মানসম্মত স্টেডিয়াম তৈরী করতে হবে।
শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় সংস্কার প্রস্তাবনা দিয়েছি প্রশাসনের কাছে। প্রস্তাবনা বাস্তবায়নে আমরা মনিটারিং করব। দাবিগুলো বাস্তবায়ন হলে আশা করি বিশ্ববিদ্যালয় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় পরিণত হবে।’
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তাদের দাবিগুলো যোক্তিক। অগ্রধিকার ভিত্তিতে আমরা দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’
বিডি প্রতিদিন/হিমেল