খেলার মাঠে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের (২০১৯-২০) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতির অধ্যাপক সাহাল উদ্দিন জানান, মাঠে খেলা চলছিল। ওই শিক্ষার্থীও খেলছিল। সে হঠাৎ পড়ে যায়। তখন সবাই মিলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমএস