২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে উত্তীর্ণ মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলমের সঞ্চলনায় এবং ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান এবং টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অতিথি হিসেবে অনলাইনে আরও বক্তব্য দেন বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড ট্রাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান রোটা. ডা. মতিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক, টিএমএসএস’র প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, সৈয়দ আলী আহম্মেদ কলেজের প্রভাষক মো. দেলোয়ার হোসেন। এসময় মেধাবী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির দিয়ে বরণ ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই