বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিম। সোমবার বেলা ১২টায় বি এম কলেজের মুক্ত মঞ্চে সভা করে তারা।
সভায় সাংগঠনিক টিমের সদস্য শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরেন।
সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিয়াদ রহমান, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল হোসাইন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিসহ বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম