শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেনন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের (আইএফইএস) প্রতিনিধিদল।
সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় আইএফইএস-এর প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর ড. তানিয়েল তাইসি, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আয়নুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রাকিবুল ইসলাম, শাবিপ্রবির অধ্যাপক ড. জায়েদা শারমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।
প্রতিনিধিদের সাথে সাক্ষাতকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারাবাহিক উন্নতির কথা তুলে ধরেন। এর আগে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তত্বাবধানে ‘ডেমোক্রেসি: ফ্রম থিওরি টু প্র্যাক্টিস’- নন ক্রেডিট কোর্স এর ওপর একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত আইএফইএস একটি অলাভজনক সংস্থা যা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।