বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর আয়োজিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, মাদক এমনই এক অভিশাপ, যা সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীকেও ধ্বংস করে দেয়। আমরা যদি সচেতন থাকতাম, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র এতোটা খারাপ জায়গায় পৌঁছাতো না। কাজেই আমরা খারাপ কিছু করবো না, এমন প্রতিজ্ঞা করতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মাদক সন্ত্রাস যাবতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়। মাদকের গ্রাসে আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক সিন্ডিকেট এতোটা গভীরে প্রবেশ করেছে যে, স্থায়ীভাবে তা নির্মূল করা যায় না। তারপরও জেলা প্রশাসন মাদকের বিস্তার রোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। সভায় প্রধান আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ মাদকের ব্যবহার ও এর কুফল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এছাড়াও সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল