বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম বছির, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জিহাদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজিস সাদিক, সৈয়দ আশিক-ই-ইলাহী, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একজন কোষাধ্যক্ষ নিয়োগের দাবি করেন শিক্ষকরা। এসময় শিক্ষকরা বলেন, কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
এর আগে গত ২৬ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খান।
বিডি প্রতিদিন/জামশেদ