শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ছাত্রী হলের ভেতরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মাধ্যমে এই বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
এসময় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড.সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়াসহ বিভিন্ন হলের হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নাচ-গান, কবিতা আবৃত্তি করেন। এরপর আবাসিক হলের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, 'মেয়েদের আবাসিক সংকট নিরসনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করে দশ তলা বিশিষ্ট মেয়েদের আবাসিক হলের ব্যাপারে দাবি জানিয়েছি। আশাকরি খুব দ্রুত আমরা মেয়ের জন্য আরেকটি হল তৈরি করতে পারবো। এছাড়াও রাতে দ্রুত হলে ফিরতে ও লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় মনোযোগী হতে নারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তব্যে হল প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আক্তার বলেন, 'আমাদের মেয়েরা এখন পড়ালেখায় পিছিয়ে নেই। তারা ছেলেদের চাইতেও অনেক ভালো করছে। আমরা তাদের প্রয়োজনে সবসময় পাশে আছি। এছাড়াও মেয়েদের আবাসিক হলের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক