একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কম্পিউটার দক্ষতার উপর ওরিয়েন্টেশনের উদ্বোধন করা হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ ওরিয়েন্টেশন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং সভাপতিত্ব করেন ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। ওরিয়েন্টেশনটি বিশ্ববিদ্যালয়ের ৬-১২তম ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি কম্পিউটারের উপর দক্ষতা অর্জন আবশ্যক হয়ে পড়েছে। নিজেদের যে কোনো প্রতিযোগিতায় কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হলে কম্পিউটার দক্ষতায় জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন উপাচার্য।
বিডি প্রতিদিন/এএম