হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার বিজয় দিবসের কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা ও প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়া, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় (ছাত্র-ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া, রাতে হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা এবং প্রশাসনিক ভবন, শহীদ মিনার, অ্যাকাডেমিক ভবন, গেটসহ বিভিন্ন স্থাপনাতে আলোকসজ্জা করা হয়েছে।
প্রতিটি কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, পরিচালক, রেজিস্ট্রার, হল সুপার, প্রক্টরসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কেএ