সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেছেন, পড়াশুনা করলে সফলতা আসবেই। পড়ালেখার কোনো বিকল্পও নাই। তিনি শিক্ষার্থীদের সকলের কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বলেন।
এসময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস র্যাগিং ও মাদকমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল