খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরন অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থী।
আজ বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অনশনে বসেন তারা। এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আতাউল্লাহ এই অনশনের ডাক দেন।
অনশনে বসা অন্যরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সজীব খান, সমাজকর্ম বিভাগের আরিফ আলভি, গণিত বিভাগের মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম ও ইসমাইল হোসেন।
সালাহউদ্দিন আম্মার বলেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সকল বৈষম্যের অবসান। অথচ কুয়েট উপাচার্যের মত নব্য ফ্যাসিস্টের আবির্ভাব এখনও দেখতে পাচ্ছি। বহিরাগত দিয়ে শিক্ষার্থীদের উপর হলো, এরপর এই হামলার বৈধতা দিতে নিজ শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। অভ্যুত্থান পরবর্তী এমন কর্মকাণ্ডে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
আতাউল্লাহ বলেন, এই ভিসির পদত্যাগ দাবিতে গোটা দেশ সরব হয়েছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট কোনও বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে থাকতে পারে না। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ