দেশের তরুণদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা জাতীয় পর্যায়ে উপস্থাপন করার জন্য আয়োজন করা হয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫। আগামী ৩০ সেপ্টেম্বর অনলাইন নিবন্ধনের শেষ দিন।
এ বছর ফেস্টে অংশগ্রহণ করছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিইউইটি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিসহ শিক্ষার্থীরা ইতোমধ্যে নিবন্ধন করেছেন।
প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন সেগমেন্টে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা প্রতিটি সেগমেন্টে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রমাণ করার সুযোগ পাবেন :
বিজনেস কেস প্রতিযোগিতা-দলগত কৌশলগত চিন্তা ও বিশ্লেষণ পরীক্ষা।
সৃজনশীল কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা-এককভাবে সৃজনশীল লেখা ও প্রকাশনার দক্ষতা প্রদর্শন।
প্রমো অ্যাডস মেকিং প্রতিযোগিতা-দলগতভাবে বিজ্ঞাপন নির্মাণ ও সৃজনশীল ধারণা উপস্থাপন।
ফেস্টটি আয়োজন করেছে UNYSAB, Rajshahi Division এবং প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করবেন অভিজ্ঞ বিচারকরা। অনলাইন রেজিস্ট্রেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের শিক্ষার্থীদের জন্য এটি জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
বিডি প্রতিদিন/এমআই