রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

চাহিদা বাড়ছে গ্লোবাল ডিগ্রির

চাহিদা বাড়ছে গ্লোবাল ডিগ্রির

বিশ্বায়নের এ যুগে শিক্ষা এবং কর্মক্ষেত্র সব পর্যায়েই গ্লোবাল চাহিদাকে মূল্যায়ন করে এগোতে হচ্ছে। অন্যথায় পিছিয়ে পড়তে হয় ক্যারিয়ার দৌড়ে। উচ্চ আয়ের কিছু গ্লোবাল ডিগ্রি আছে, যার চাহিদা ব্যাপক। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসব ডিগ্রির চাহিদা। এর মধ্যে রয়েছে- এসিসিএ (ACCA), এফআইএ (FIA), সিএটি (CAT) প্রভৃতি। এই প্রফেশনাল একাউন্টিংকে ব্রিটিশ সিএ ডিগ্রিও বলা হয়। এদেশে শিক্ষার্থীরা চার্টার্ড একাউন্ট্যান্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি পড়ে। বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ ছাত্র-ছাত্রীদের আগ্রহ রয়েছে এসব ডিগ্রির দিকে। এক্ষেত্রে বহুজাতিক কোম্পানি, অডিটর, একাউন্টিং পার্টনার, ফিন্যান্স ডিরেক্টর ইত্যাদি পদে চাকরি হয়। যারা একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চায় তাদের এফআইএ'র ইন্ট্রোডেক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা একাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তারা এফআইএ'র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে। যাদের একাউন্টিংয়ের বেসিক শক্তিশালী কিন্তু গ্রাজুয়েশন নেই তারা এফআইএ'র ডিপ্লোমা লেভেল থেকে শুরু করতে পারে। যেসব শিক্ষার্থী সিএটি সার্টিফিকেট নিতে চায় তাদের আগের মতোই নয়টি বিষয় সম্পন্ন করতে হবে, যার মধ্যে ইন্ট্রোডাক্টরি সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, ডিপ্লোমা এবং আরও দুটি বিষয় সম্পৃক্ত আছে। এ বিষয়ে আরও জানতে # চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, হাউস # ৫১, রোড # ১০/এ, ধানমণ্ডি, ঢাকা। ওয়েব : www.cucedu.com, এসব কোর্স সম্পন্ন করে দ্রুত গড়া যায় ভবিষ্যৎ। * ক্যারিয়ার ডেস্ক

 

 

সর্বশেষ খবর