আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ফরিদপুরের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি বিশেষ ষাঁড়- ‘লালমানিক’।
১৮ মণ ওজনের এই বিশালদেহী ষাঁড়টি ইতোমধ্যেই উৎসুক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভিড় করছেন চৌধুরীডাঙ্গী গ্রামের আবুল খায়েরের বাড়িতে, যেখানে বড় যত্নে লালন-পালন করা হয়েছে এই লাল রঙের বলিষ্ঠ ষাঁড়টিকে।
আবুল খায়ের একজন দুবাই ফেরত যুবক। তিনি দেশে ফিরে নিজ গ্রামে সার ও কীটনাশকের দোকান চালুর পাশাপাশি গড়ে তুলেছেন একটি ছোট খামার। চার বছর আগে তার খামারে ‘হীরা’ নামক একটি শাহীওয়াল গাভীর গর্ভে ব্রাহমা জাতের বীজের মাধ্যমে জন্ম নেয় ‘লালমানিক’। শৈশব থেকেই ষাঁড়টিকে প্রাকৃতিক খাদ্য ও পরিচর্যায় বড় করেছেন তিনি, কোনও ধরনের স্টেরয়েড, ইনজেকশন বা কৃত্রিম বৃদ্ধিকারী ওষুধ ব্যবহার করা হয়নি।
বর্তমানে লালমানিকের ওজন প্রায় ১৮ মণ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারটিতে ভিড় করছেন আগ্রহী ক্রেতারা। খামারি আবুল খায়ের জানান, তিনি গরুটির জন্য ৬ লাখ ৯০ হাজার টাকা দাম আশা করছেন। কাঙ্ক্ষিত দাম পেলে ঈদের আগেই লালমানিক বিক্রি করে দিতে প্রস্তুত তিনি।
আবুল খায়ের বলেন, "মায়ের ইচ্ছা ছিল গরু পালন করব। তাই একটিমাত্র বাছুরকে নিয়ে শুরু করেছিলাম। আজ লালমানিকের এই সাফল্য আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আশা করি লালমানিককে ভালো দামেই বিক্রি করতে পারব।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ