হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ঘণ্টার এ অভিযান আজ শুক্রবার সকাল ৯টায় শেষ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিমুদ্দিন বলেন, বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতার অভিযোগ ও বিবিধ কারণে বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৮/এনায়েত করিম