সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আছারুন নেছা (৪৫) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের আমির আলীর বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। আছারুন একই ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের আফিজ আলীর স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
সূত্র জানায়, দিনমজুরের স্ত্রী হওয়ায় মানুষের বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন আছারুন। সোমবার সকালে কাজ করতে পাশ্ববর্তী আগ্নপাড়া গ্রামের আমির আলীর ঘরে যান। কাজ শেষে গোসলের জন্যে পুকুরে গিয়ে দীর্ঘ সময় পরেও না ফেরায় খুঁজতে গিয়ে পানির মধ্যে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন।
বিষয়টির সত্যতা স্বীকার করে থানার এসআই স্বাধীন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আছারুন নেছার লাশ উদ্ধার করি। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে তার স্বামী ও সন্তান আমাকে নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার