সিলেটের বিশ্বনাথে বাড়ির দেয়াল নির্মাণের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার উপজেলার সদর ইউনিয়নের হরিকলস গ্রামের নজির মিয়া ও প্রবাসী আতিকুর রহমানের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মুজেফর মিয়া (৬০), মায়ারুন নেছা (৬০), লায়লা বেগম (৩০), রুজিনা বেগম (২০), সুজিনা বেগম (২২), নজির মিয়া (৪৫)। অন্য আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এদের মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিকলস গ্রামের মৃত আফতর আলীর ছেলে নজির মিয়াকে (৪৫) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, উপজেলার হরিকলস গ্রামের আতিকুর রহমান ও নজির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার আতিকুর রহমানের পক্ষের লোকজন বাড়িতে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। এতে নজির মিয়া পক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে থানার এসআই স্বাধীন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়ে আসি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/মাহবুব