সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারিতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় পৃথক এ দুর্ঘটনায় নাজিম উদ্দিন (২৫) এবং ওসমান নামের দুই শ্রমিক প্রাণ হারান।
জানা যায়, মঙ্গলবার বিকালে জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় শহীদ ডাক্তারের পাথর কোয়ারিতে থাকা বোমা মেশিনের পানির পাইপ ছুটে শ্রমিক নাজিম উদ্দিন মাথায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মঙ্গলবার বিকালে একই এলাকার বিল্লালের পাথর কোয়ারীতে মাটিচাপা পরে ওসমান নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব