হবিগঞ্জে সুজন মালো (৪৩) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুজন উপজেলার কাপাই চা বাগানের পরেশ মালোর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, সুজন মালো একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/এনায়েত করিম